আর কতকাল কাটবে জীবন ভয়ে
আবার কবে চলবে জীবন লয়ে
অপেক্ষাতেই যাচ্ছে জীবন ক্ষয়ে।
মৃত্যুঘন্টা বাজবে আজ নাহয় কাল
জোস্না আলোয় হাতছানি দেয় আল
জোস্না নায়ের ধরবে কে আজ হাল।
চোখের কোণের জল শুকিয়ে গেছে
বসন্ত বাতাস গান গায় না হেসে
সুখ সাগরের মাঝি এসো ভেসে।
বিষের কণা যাচ্ছে দেহে ঢুকে
ঋজু দেহ পড়ছে কেবল ঝুঁকে
এভাবেই কি মরতে হবে ধুঁকে?
হাল না ছেড়ে সতেজ জীবন খুঁজি
আশার কাব্য কথাগুলোই পুঁজি
রবের কৃপায় কেবল আমি যুঝি।