যদি পারতাম পাখি হয়ে ডানা মেলে ঝেরে ফেলতাম দীর্ঘশ্বাস,
রবির কিরণ মেখে সেরে নিতাম
অন্তরের রাতুল ক্ষত, জুড়িয়ে নিতাম প্রাণ দেখে পল্লীর রূপ সুবর্ণ।
যদি পারতাম মেঘ হতাম, বক্ষে ধারণ করতাম শীতল জল, হাওয়ার সাথে মিতালী করে ভারি বর্ষণ শেষে হালকা হতাম।
পারতাম যদি নদীর জলের থেকে নিতাম রৌদ্রোজ্জ্বল দিনের চিকিমিকি ঐশ্বর্য, মূল্যহীন আমার ভান্ডার পূর্ণ করে নিতাম।
যদি পারতাম সন্ধ্যামালতীর উজ্জ্বল রঙে ঢেকে দিতাম মনের সকল কালো।
সাধ্য থাকলে শক্তি নিতাম ঐ উত্তাল সাগরের ঢেউ থেকে, প্রবল সুনামিতে ভেঙ্গে দিতাম কষ্টদায়ক সব বাঁধার দেয়াল।
যদি পেতাম কোন শহীদ ভাইয়ের দেখা, হারানো আবেগ, প্রেম আর ত্যাগের মহিমা শিখে নিতাম। শিখে নিতাম লক্ষ অর্জন করার পন্থা, এরপর শান্তিতে সমাহিত হতাম বাবার পাশে, মটর ফুলের বুকে।