স্বপ্ন আছে মনের কোনে
দূর পাহাড়ে, গহিন বনে,
সময় কাটাবো শুধু দুজনে,
দৃষ্টি সীমায় শুধু সবুজ
দিগন্তে মেঘ যেন অবুঝ,
ঘনঘটায় দিচ্ছে ঢেকে
অস্তমিত রাঙা রবিকে,
মৌন তুমি, মৌন আমি
চোখের তারায় স্বপ্ন ভূমি,
সেই বিজনে শুধু দুজনে
পিলসুজের আলো নিভিয়ে,
কাটবে প্রহর স্বপ্ন সুখে।
ঝিঁঝিঁর ডাকের আবহ সঙ্গীতে
ভাবনা সকল উথলে উঠে
কাব্য রূপে ধরা দিবে।