নতুন করে জননী তুমি
আরো একবার ডাকো
যেমন করে ডেকেছিলে
একাত্তরে মাগো,
সোনার বাংলার স্বপ্ন মাগো
আবার চোখে আঁকো
যে স্বপ্নে মরবে না আর
আমার ভাই লাখো,
যে স্বপ্নে রক্ত ঋণে অনুজ
হবে না ক্ষীণ,
যে স্বপ্নে সম্ভ্রম হারাবে না
আমার কোনো বোন ও।
যে স্বপ্নে উজ্জ্বীবিত হবে
জনতা আপামর
যেথা থাকবে শান্ত, গভীর
টলটলে সরোবর,
যেথা ক্ষুধার্ত কেউ থাকবেনা,
থাকবে না রাহুর গহবর,
সবুজ বাঁচাতে থাকবো যেথা
সবাই উচ্চস্বর।
আরো একবার ডাকো বন্ধু
তোমার বজ্রকণ্ঠে,
আরো একবার ফুল হয়ে
ফুটবো একবৃন্তে
সকলে মোরা সকল কার্য
করবো একনিষ্ঠে।
আরো একবার উচচ করি
আমরা মোদের শির,
শ্রেষ্ঠ করে গড়বো জাতি
আমরাও হবো বীর,
স্বপ্ন হবে পূর্ণ মুক্তিসেনানীর।