পথ নয় ফুরাবার,
দেখা হবে আরবার,
শিখা জ্বলুক অনিবার,
ইচ্ছে গুলো দুর্নিবার।
আলো, হাওয়া, মেঘছায়া
ডেকে বলে ভোরবেলা
নতুনের পথে চলা
শুরু কর এইবেলা
পুঁজি করে স্মৃতিমালা।
দূরদেশে ভিন গাঁয়ে
ভিন সব বুলি বলে
ক্লান্তি ভরা প্রহর এলে
মনে করো সেই পলে
জুরাবে সব যাদু বলে।
প্রতীক্ষায় থাকবো বসে
এই শহরে সেকেলে রূপে
নিয়ন আলোর রাতের কালে
রবির আলোয় ভরা দিনে,
মেঘকালো বাদল ক্ষণে,
ষড়ঋতুর সকল রূপে।