মেঘের মাদল, বাতাস শীতল
সবুজ গাঁয়ের বিশাল হিজল
কাজল আঁখি, শাড়ির আঁচল
রূপের গাঁয়ের রূপ নিটোল
তাতেই মোরা সব বিভোল।
রূপ অপরূপ দিন রাত্রি
মায়া মিস্ত্রীর মায়া বিক্রি
কত শত সুখ সতেজ সামগ্ৰি
ফসল ফলন আর মৈত্রী,
সবুজ শাখার পাবে ছত্রী।
হাসির জালে হৃদয় বিলে
মুক্তো দানার সুখ মিলে
মায়ার বোলে আকাশ নীলে
ভেসে সঘন মেঘের কোলে
ঈদের খুশির চাঁদ মেলে।
মধুর শত আওয়াজ শুনে
স্বপ্ন কিশলয় গেলাম বুনে
সুখের ছবি সকল গুনে,
নতুন তোমায় নিলাম চিনে
সুখ উপাদান পেলাম মনে।