যখন সন্ধ্যা ঘনায়, নামাযের আহ্বান আসে ভেসে
বাঁশ ঝাড়ের মাঝে কনক আভা প্রশমিত হয়ে আঁধার নামে।
বিহ্বল হয়ে দেখি রুপান্তরের খেলা।
ঝিঁঝিঁ ডাকে, রোমাঞ্চ জাগে
দিনের আলোয় ম্লান যে জোনাকি,
সে আলো ছড়ায় মহিমা জাগিয়ে,
অচেনা অনুভব জাগে।
রহস্যময় এই রুপান্তর দেখেছো কি
পল্লী গাঁয়ের সবুজ মাঠে, বাঁশের ঝোপে?
বাংলা মায়ের অপরূপ রূপ আর
মায়া মমতার মাখামাখি দেখেছি সেথায় সাঁঝের কালে।
পাহাড়ের গায়ে চা বাগানের দেশে, হাওড় আর বিলের পাড়ে
সন্ধ্যা নামে কুহেলিকায় ঘিরে।
সৈকতের ঐ দিগন্ত রেখায় সন্ধ্যা দেখেছি ঝাউবনে,
প্রিয় মুখচ্ছবি হৃদয়ে জাগিয়ে, সন্ধ্যা নামে প্রেমময় ভুবনে।