পঞ্জিকা বলেনি আজ বসন্ত
তবুও হাওয়া লাগে মৃদুমন্দ
জেগে উঠো মোর মন ঘুমন্ত।
কুহুরব, তরুণীর কোলাহল
মনেতে শুরু হল দোলাচল
পঞ্জিকার পাতা ভুল সকল।
খুলে দাও তবে বন্ধ কপাট
বাসন্তী ফুলে সাজাও ললাট
প্রেমে প্রেমে মন করো ভরাট।
আজ পূর্ণিমায় বসন্ত হাওয়ায়
এসো মোরা দুলি ঝোলনায়
স্বপন শিখা জ্বালিয়ে কামনায়।
পঞ্জিকা বলেনি আজ বসন্ত
তবু প্রাণে লেগেছে মধু ছন্দ
তবু দেখো চারধারে আনন্দ।
ঘোর লাগা চোখে সীমান্তে
হারিয়ে যেতে চাই অনন্তে
সাঁঝের আলোয় দিনান্তে ।