সুর লেগেছে বেশ,
হাওয়ায় উড়লো কেশ,
পাতার চিঠির পিওন হাওয়া,
নিয়ন আলোর শহরে নয়া,
লেখেছি আমার মনের গান
দিয়েছি তাতে ফুলের ঘ্রাণ,
বক্তব্য নয় অতি বিস্তৃত
সারসংক্ষেপে সব উল্লেখিত।
ঢাল যদি তুমি তোমার সুধা
মহাকাব্য হবে চিঠির কথা,
দুয়ার তোমার রেখ খুলে
নয়া হাওয়াকে বরণ করে
উড়ন্ত পাতাকে দিও ছুঁয়ে
বুঝে নিও মোর লোক কথাকে।