মেঘের সারি দিচ্ছে পাড়ি
এখান থেকে হোথা
আকাশ তুমি কাব্য করে
শোনাও মেঘের কথা।


হরেক রঙে সাজে যখন
তোমার গায়ে মেঘ
তুলির মায়ায় তোমার মনে
জমায় ভাবাবেগ?
চিলের ডানা ছুঁয়ে যখন
মেঘের খেলা চলে
আমায় আকাশ খবর দিও
দেখবো নয়ন মেলে।


রিমিঝিমি বৃষ্টি হয়ে কালো মেঘের ঝরা
আমার মতো তোমার মনেও
ফেলে কি গো সাড়া?
রবি শশী আড়াল করে
মেঘের চলাচল
হৃদয় মাঝে ফোটায় আমার
ভাবের শতদল।


আকাশ তোমায় পড়িয়ে দেবো
শতদলের মালা
মেঘ পুকুরে ছায়া হয়ে
বসিও রূপের মেলা।


সাঁঝের বেলা অরুণিমায়
মেঘের কনে সাজ
নতুন বৌয়ের লাজে মিশে
দারুণ কারুকাজ।
আকাশ তুমি দেখতে থাকো
হরেক কারুকাজ
আমিও তখন সাজবো আকাশ
কনের মত সাজ।


আকাশ তোমায় পাঠিয়ে দিলাম
মেঘ বিষয়ক চিঠি
মেঘের রঙে রাঙিয়ে রাখি
আমার মনের দিঠি।