ছোট ছোট ফুল,
সাদা তুলতুল,
ছোট ছোট সুখে,
আলপনা আঁকে,
ছোট এই বুকে।
কভু ভাবি তারে
নাকফুল করে
সাজি বাহারে,
কভু ভাবি তারে,
টায়রাতে গেঁথে,
সাথে লাল জবারে,
এক সাথে জুড়ে,
সাজাবো নিজেরে।
এত এত রূপ,
সাথে মেখে ধূপ,
দিবো মেঘে ডুব,
দূর দেশে যেয়ে,
মন তার ছুঁয়ে,
হেসে মিটিমিটি,
দিব তারে চিঠি।