টলটলে স্নিগ্ধ জল আছে চারপাশে,
ঝরা পাতায় মোড়ানো পথ
নিবে সেথায় ভালোবেসে,
আমার হয়নি যাওয়া
সেথা এবেলায়
চোখ বুজলেই মন সেখানেই পালায়,
ঝিঁঝিঁ পোকার সুরের আবহে
রাজকন্যার দেখা নিজের মাঝে,
মেঘ মানিক্যে পত্রমুকুটে
সুশোভিত সাজে।
পাখিরা উড়ে টলটলে জলে  ছায়া পড়ে
রাজকন্যা ছুঁয়ে যায় তাকে ডুব সাঁতারে,
একি কল্পনা? মন আজ বাস্তবে
সেই ক্ষণ খুঁজে ফেরে হাতড়ে।