গাছপালা সব মায়ায় মাখা
বাতাস করে আদর
এমন কোথাও পাবে না ভাই
এমন মায়ার চাদর,
মায়ের ছোঁয়া ভরা আমার
পল্লী গাঁয়ের কদর,
ছুটছি মোরা তারই টানে
পেছনে ফেলে শহর,
বন্ধু তোমায় ভালোবাসার
এখন মধুর প্রহর।
বিপুল মাঠে তালের পাতা
দোলায় সবুজ চামর
শীতল হাওয়ায় বসবো মোরা
যেথায় পলির পাথর,
মোদের মনে প্রহরগুলো
থাকবে হয়ে অমর।