ফুলের পাটি
দেব পাতি
বন্ধু তুমি খাঁটি।
ফুলের সুবাস
ভরিয়ে আবাস
ফুলেল লিবাস গায়ে
শাপলা নুপুর পায়ে
সকাল থেকে সাঁঝে
সুরের লয়ে লয়ে
পরাণ দিব ছুঁয়ে।
পাতার ছাওয়া
জোছনা ধোঁয়া
খেলার কুটিরে
বন্ধু তোমার
হাত দুটিরে
দেব ফুলে ভরে।
পাতার পেয়ালা
পাতার বাঁশি
পাতার নীতিমালা
তারার আলোয় আলা।
কেমন পাগলপারা?