মনের পাতায় যে ছাপ পড়ে
সব কি মন বুঝতে পারে?
হাতড়ে বেড়ায় শব্দ ডালা
গাঁথতে চায় সে কাব্য মালা,
এত গহীনে কোন বাহনে
যেতে পারি তার অতল তলে?
গভীর তার অন্ত নেই
কূল কিনারা সীমানা নেই,
ছলকে যখন কোনো কারনে
কিছুটা সে আসে নাগালে
তখন চলে আরাধনা,
ভাষায় তার করি বর্ণনা।
কখনো সে জমাট বরফ
কখনো সে রেশম পেলব
কখনো আভাস ঈশান কোনে
চোখ রাঙানো প্রলয় খুনে
কখনো ছন্দ মৃদুমন্দ
কখনো শীতল হিমেল আনন্দ
কত শত রূপ, কত বহুরূপী
কত শত মাত্রা, রহস্য মানবী,
কত শত রূপে ধরা দেয় মন
কণাটুকু তার করি বর্ণন।