তোতা পাখি ভয় পায়
অজানাকে জানতে
লোকে তাকে কটু কথা
শুনায় দিনে রাত্রে
আঁধার কালে তোতা
থাকে এক কোণেতে
রাহুর ফিসফাস ফাঁস বাঁধে
গলেতে আর তার মনেতে,
দিনের আলোয় রাহু
মুখোশেতে সাজে
চকিত ক্ষণে রূপ তার খেলে
চমকিয়ে উঠে তোতার পিলে,
সুন্দর ক্ষণে, তোতা চিন্তিত
মনে তার রাহু প্রতিবিম্বিত
তোতা ও তার সব সাথী
একযোগে ভাবে
আজীবন রাহু কেমনে বাঁচে?