বোশেখ মাসে, নিশুত রাতে
ঘুম ভাঙ্গল জোছনা প্লাবনে
দখিন হাওয়া মাতাল তখন
আমের মুকুলের মৌ গন্ধে।
জোছনা আলোয় দখিন হাওয়ায়
ঝিরি ঝিরি পাতার কাঁপন
লিখে চলেছে কাব্য লিখন
এলোমেলো এই উদাস মনের
খেয়ালি ভাবনা উথলে যেমন।
কি যেন এক অমোঘ টানে
যাই এগিয়ে জোছনা স্নানে
কত পুরাতন স্মৃতির ছবি
মানস পটে দিচ্ছে উঁকি,
তন্ময় আমি ভাবছি কেবলই
শৈশবের সেই হারানো দিনগুলি
যারা ছিল মোর খেলার সাথি,
সহাস্যে ফের ঘিরল সবি
হারানো স্বপ্ন, বিস্মৃত গান
ফিরে এসে ভরাল প্রাণ।
শুকরিয়া জানাতে রহিম রহমানে
সিজদায় আমি পড়ি লুটিয়ে।
ফিরলাম যখন লেখনী হাতে
ভাবছি কত যুগ যুগ ধরে
শত লেখনী শত অনুরাগে
বাঙ্ময় করে ব্যক্ত করেছে
একই অনুভব, গীতি ও কাব্যে
এক ই আবেশে আবিষ্ট হয়ে
অকিঞ্চিৎকর আমি, আনাড়ি প্রয়াসে,
ভাবছি, লিখছি, জোছনা বিলাসে।