জোছনা প্লাবন আজ আকাশে,
ফাগুন হাওয়া ডেকে যাচ্ছে,
কাঠগোলাপ তাই বাড়িয়ে দিলাম,
রূপের খেলার সাক্ষী হলাম।
রৌদ্র স্নান সাঙ্গ করে,
চিলগুলো সব নীরের কোলে,
আমার আমি নীর পালিয়ে
ফেরার হয়ে জোছনা টানে
চিলের ডানার স্বপ্ন বুনে
উড়াল দিব জোছনা দেশে।
নিঝুম এখন চারিপাশে
হাঁটছি আমি বিষম ঘোরে,
বন্ধু এসো সকল ছেড়ে
ফাগুনের এই মাতাল ক্ষণে
তুমি আমি হই জোছনা কয়েদ
কায়ায় জড়িয়ে বসন সফেদ।