হিম সকালে টুপ করে
শিশির কণা যায় ঝরে
রবির কিরণ ডাক পিয়ন
ঘুম ভাঙ্গিয়ে জাগায় নয়ন।
ধোঁয়া উঠানো চায়ের কাপ
আহ্ কি সুখ, উষ্ণ তাপ,
রসের পিঠা খেজুর গুড়ে
মিঠে অনুভব উঠোন জুড়ে।
একটু দূরে যায়না দেখা
কুয়াশা ছড়ানো মাঠের নেশা
হাত বাড়ালেই শীতল সুধা
ঘোচায় মনের পুরনো ব্যাথা।
ডাকছে আমায় মাঠ ভরা
সর্ষে ফুলের সব তারা,
রাতের তারা তার বুকে
শিশির ভেজা খুব সুখে ।
সর্ষে ফুলের রঙ মেখে
কপোল সাজাই খুব হেসে,
রঙিন সুখের এক কন্যা
হেসে ছড়ায় রূপ বন্যা।
সকাল শেষ হচ্ছে দুপুর
চলছে দূরে বাজিয়ে নূপুর
নতুন সকাল স্বপ্ন বুনে
লেপের ওমে মন চুমে।