কুসুম কলিরা করে কানাকানি
উথলে উঠে সাগরের পানি,
চাঁদের আলো মেখে দেয় হাওয়া
হৃদ গহীনের গান হলো গাওয়া।
শতদল জাগে হৃদয় পুকুরে
ছানা মোর ছিল এই এতটুকুরে,
কত সুধা সুখে সাজিয়ে মুখ
চুম দিয়ে তারে ভরে যেত বুক,
বিধাতার দেয়া সেরা উপহার
আর কিছু মোর নেই দরকার।
কেন্দ্রবিন্দু মোর পরিধির
ঊর্মিমালা সুখ জলধির,
মোনাজাত করি জায়নামাজে
দোয়া যত আছে এই মন মাঝে,
প্রভু তুমি রহিম, রহমান
কবুল করে তাকে করো মহীয়ান ।