ডাগর ডাগর কাজল আঁখি
মুদলে আজি পাখি,
দুঃখগুলো কেমন করে বুকে পুষে রাখি?
সোনার বরণ বন্ধু আমার
মেধায় ক্ষুরধার,
তোমার বিদায় আনলো ডেকে আঁধার চারিধার।
বন্ধু সবাই হাত বাড়িয়ে বেঁধে ছিলাম তোমায়
বাঁধন বুঝি আলগা ছিল
ছিঁড়ল আজি হায়,
মনের ভিতর বইছে শুধু হুতাশ ভরা বায়।
ডাক পেয়েছো আজকে তুমি বন্ধু ওপার থেকে
আর পাবো না কাছে তোমায় যখন তখন ডেকে
মনের ভেতর এসব কথাই যাচ্ছে ছবি এঁকে
একবার কি আসবে তুমি? যাবে আমায় দেখে?
ভালো থেকো ওপারেতে এই দোয়াটাই করি
ভালোবেসে লিখে দিলাম একটু নিও পড়ি
রবের কৃপায় তোমার ভুবন থাকবে জানি ভরি।