বন্ধু তোমার মনের ফাগুন
আমাকে দেয় সুধা
বন্ধু তোমার মনের আগুন
জাগায় মনে ব্যাথা।
বন্ধু তোমার কলকাকলি
ব্যাথায় কেন ভরা?
কেন অশান্তি করে পাঁচালি
কেন হৃদয়ে খরা?
জলের কণা তোমার চোখে
হীরকসম দামি
জমিয়ে তাকে রাখবো ঢেকে
উষ্ণ মনের ভূমি।
দিগন্তে তোমার আঁকবো নিজে
খুশির রঙধনু
ঝর্না ধারায় উঠবে ভিজে
তোমার সকল তনু।
বন্ধু জেনো আমি আছি
দুঃখ তোমার কিসে?
রবের কৃপায় তোমার আঁখি
উঠবে আবার হেসে।
বন্ধু তোমার মন আকাশে
মেঘ করেছে জমাট
চাঁদ মুখেতে আজ লেগেছে
কালো রঙের মলাট।
জীবন পথে চলতে জানি
এমন কতই ঘটে
তবুও তোমার দুঃখ গ্লানি
আমায় কাঁদায় বটে।
নতুন ভোরে নতুন রবি
জ্বালবে মনে আলো
মন মননে তোমার কবি
বাসবে ভীষণ ভালো।