আমার আমি হারিয়ে গেছে
বন বনানীর মাঝে
আমার আমি লুকিয়ে আছে
আকাশ, মেঘ আর সাঁঝে।
আমার আমি উড়তে জানে
জোনাক পোকার সনে,
ডুবতে জানে পানকৌড়ির
সঙ্গে জলের টানে।
আমার আমি বসত গড়ে
বাবুই পাখির নীড়ে
আমায় খুঁজে পাবেনা তো
লোকালয়ের ভিড়ে,
আমার আমি সাজতে খুঁজি
পুষ্প কলিরে,
আমার আমি কল্প কথায়
মাতি দিবস জুড়ে।
পান করি সব রূপের সুধা
মেঘে আসন পেতে
বাংলা মায়ের আঁচল আমার
হৃদয় সদাই যাচে।
আমার কথার খই ফোটে না
কেতাদুরস্ত মনে
আমার কথার পাবে মানে
পাখির কূজন, নদীর তানে,
সাগর পাড়ে ঝাউয়ের বনে
বাদল ধারার মিষ্টি গানে।
আমার আমি এসব নিয়েই
একীভূত হয়
আমার আমি বন্ধু হয়ে
সদাই পাশে রয়।