অনেক জনাই হারিয়ে গেলো গত বছর তেইশে
আর যাবে না ফেরানো তাদের টিপলে কোনো সুইচে,
অনেক জনাই যোগ হয়েছে নতুন করে কোলেতে
মন আঙিনা ভরে গেছে অনেক অনেক খুশিতে।
রঙ পাল্টে অনেক চুল ধূসর হয়ে উঠেছে
ভোল পাল্টে অনেক চোর সাধুর বেশ ধরেছে।
সাল তেইশটা হারিয়ে দিল মহামারীর প্রকোপটা
পদ্মা সেতু, মেট্রো রেলে নাগালে এলো জগতটা,
সাল তেইশটা বইয়ে দিল রক্ত অঢেল গাজাতে
বিবেক কোথায় হারিয়ে গেল, নেই বুঝি এই ধরাতে।
পুরোনো এখন তেইশ সালটা, থাকবে শুধু শোকেসে
নতুন সালে মানবতা শ্লোগান ধরুক জোরসে,
সকল মন ভাসুক শুধু সুখ শান্তির জোয়ারে
খোলা চোখেই দেখব শুধু জীবন সাজে বাহারে।
এই দুনিয়ার চাবির গোছা থাকবে শুধু তার হাতে
মানুষ হয়ে ধন্য যে জন এই সমাজে সব মতে,
পশুর মত অসুর যারা পালিয়ে যাবে অতীতে
ফিরে আসার পথ পাবে না অসুর তো আর কিছুতে
নতুন সালে নতুন করে সুখের হদিস মিলবে
শিষ বাজিয়ে পাখিরা সব সবার সাথে থাকবে।