ও পথ তোমার নিলাম পিছু
আঁকা বাঁকা আর উঁচু নিচু
দু'চোখ ভরে দেখবো শুধু
আমার দেশের রূপের মধু
ও পথ আমায় যেয়ো নিয়ে
শহর ছেড়ে গাঁয়ের ভুঁইয়ে
মাটির গানের সুর ছড়িয়ে
আমায় নিয়ো মায়ের কোলে।
ও পথ আমায় যেয়ো নিয়ে
তাঁতের শাড়ির গাঁয়ের হাটে
মেটে গয়নার দোকান পাটে
গাঁয়ের মেলার নদীর ঘাটে।
এত শোরগোল সবাই করে
ও পথ তোমার ক্লান্ত লাগে?
কোনো বিরহীর দুঃখ জাগে?
কোনো দুঃস্বপ্নে হৃদয় ভাঙ্গে?
ও পথ আমায় গল্প শোনাও
তোমার বুকের ভার কমাও
হাসি, কান্নার সুর মিশাও
শুনবো কথা একটু দাঁড়াও।