বন্ধু বলে হাত বাড়ালে
আজকে যখন তুমি
কত সুখ যে উথলে দিলে
তার অতলেই ডুবি।
কোনায় কোনায় ছড়িয়ে দিলে
মোম জোছনার আলো
তোমার ডাকে বন্ধু আজি
খুব লেগেছে ভালো।
পুরোনো দিনের অনেক স্মৃতি
উঠলো জেগে বন্ধু
নতুন দিনের পথেও তুমি
ঢাললে সুখের সিন্ধু।
উথাল পাথাল বিশ্ব যখন
রক্ত দিয়ে খেলে
পড়লো মনে আমরা
ছিলাম সুখি মাঠে গেলে।
বাঁচতে চাই না বন্ধু শুধু
স্মৃতির থলে খুঁজে
রোজ দিনকার ঝুলি সাজাবো
নতুন মানিক গুঁজে।
বিরামহীন চলতে থাকুক
মিষ্টি মধুর কথা,
ভাগ করে নেই আছে যত
মনের দুঃখ ব্যাথা।