গল্প খুঁজতে বের হয়েছি আজকে তোমার পথে
কুয়াশা ভোর, মিষ্টি দুপুর, রাতের তারার সাথে।
খুব বেশি নয় অল্প কিছু টুকরো স্মৃতি দিও
নাগাল পেতে সুখগুলিকে একটু নুইয়ে রেখো।
আজকে মিটুক অনেক দিনের আমার চোখের তৃষা,
সবুজ বনের মাঝে চলো যেথায় মায়া ঘেঁষা।
পুকুর ভরা মাছে চলো হাত বাড়িয়ে ছুঁই
রাজার মত মোদের খুশি টাকশালাতে থুই।
রঙ খুঁজতে বের হয়েছি আজকে তোমার পথে
লাল গোলাপ আর মধু আলাপে হলুদ সর্ষে ক্ষেতে,
কাজল কালো চোখ ভিজিয়ে রূপালী চোখের জলে।
রঙ তুলির আঁচড় দিয়ে
আঁচল রাঙিয়ে দিও
খুব বেশি নয় একফোঁটা রঙ আমার মনে ফেলো।
বোল শিখতে বের হয়েছি আজকে তোমার সাথে
ঘুঘু পাখি আর পায়রা হয়ে পাখির দেশে হেসে,
গানের পাখির সাথে সাথে হারিয়ে যাবো দূরে
সেই আশাতেই বের হয়েছি আজকে তোমার পাশে।