হাতের ছোঁয়া একটুখানি
একটু খানি আদর
একটুখানি ঝগড়া বিবাদ
একটু চোখের নজর
এসব কিছুই পড়ছে মনে
দূরে যাওয়ার আছর।


একটু খানি রাতের মায়া
একটু মধু প্রহর
রাতের তারার ঝিলিক মত
একটু প্রেমের খবর
দূরে যেয়ে আনলো কাছে
বুঝলে হবে অমর।


একটু নিরব নিঝুম ছাদে
মোদের সুরের আসর
চাঁদের পানে চেয়ে  চেয়ে
জড়াই গায়ে চাদর,
একদিনের এই বিরহ যেন
লাগে অযুত বছর।


তোমায় ছাড়া এ ঘর আমার
ঠিক যেন  কবর,
বলবো আমি আর কিছু না
সবাই যেন পর,
যাযাবরের মত আজি
ছাড়বো নাকি ঘর?