বসন্ত ফুরিয়ে গ্ৰীষ্ম আজি ভুবনে
তবু এত ফুল ফুটেছে কেমনে,
বিষ্ময়ে আমি ভাবি আনমনে,
ডেকে এনেছে দেখো কত শত জনে।
ঘোর লাগে আজি সুবাস হাওয়ায়,
ঘরের বাহিরে মন কদম বাড়ায়,
উচ্চকিত কেউ শিষ দিয়ে গায়,
যা ছিল নিজের সকলি হারায়।
নিঃস্ব রিক্ত আমি তোমাতে ভুলে,
ঝরা সব কুসুম নিয়েছি তুলে,
পাখির সুরে মোর সুর গেল মিলে,
নিঃস্ব নই, রিক্ত নই প্রভু তোমাকে পেলে,
তোমার আনন্দ যজ্ঞে প্রভু ঠাঁই যেন মিলে।