ডাকছে কেন আমায় এমন করে,
উদাস হাওয়া ছুঁলো অতর্কিতে,
নিঝুম নিশুত আজি মধ্যরাতে,
পালিয়ে এবার বাঁচবো কেমন করে?
কাঠগোলাপের সুবাসিত জ্যোতি, এলোমেলো করে শান্ত মতি,
অশান্ত আমায় যাচ্ছে করে ঝিঁঝিঁ।
আঁধার রাতের নিশিকন্যা আমি
কালো থাবার ভয় ভুলেছি একি
আসবে তুমি ফেলে যা সব মেকি?
ভীষণ এক দমকা ঝরো হাওয়ায়
আঁচলখানি রূপ নিল নিশানায়
হাওয়ার সাথে ছুটতে অজানায়
দেহের বেড়ি, সমাজ বৈরী
ভাঙলো লহমায়,
অঙ্গিকারে বরণ করে নিলাম স্বাধীনতায়।