চপলা মন নাচে নাচে
বৃষ্টি বাঁশি বাজে বাজে
মুক্ত দানা, লহর বেঁধে
অবিরল ঐ পরছে ঝরে
নীরদ মেঘের সঘন আবেশ
ছড়াল কার ঘন এলোকেশ?  
পাতায় শাখায় কাঁপন লাগে
লিলিরা ফোটে সেই আবেগে
আয়রে তোরা আয় সবেগে,
বারিধারা সব যায় যে ডেকে
সিক্ত হতে আয় আজিকে
বৃষ্টি ফোটা যায় যে ছুঁয়ে,
মনের কোনে দেখ রে চেয়ে
শতদল তার ঐ ফুটেছে
আয় রে গেয়ে, মন ছুটেছে
বাঁধন খুলে সব মেতেছে।