বন্ধু আজকে এই বাদল দিনে,
কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে,
তোদের বসত খুঁজতে চাই,
হাত দিয়ে যদিও পাইনা ছুঁতে,
বৃষ্টি ফোঁটায় তোদের পাই।
এইতো সেদিন সখির গেহে
গানের সুরে যা পেয়েছিলাম
হাসির রোলে সেলফি তোলে
হৃদয়খানি ভরিয়ে ছিলাম
আবার সুতোয় টান পড়েছে
বাদল দিনে মন ছুটেছে
পুনপৌনিক চাওয়া এ মোর
আবার আসুক খুশির ঘোর,
বাদল ঝরে অঝোর ধারায়
গরম চায়ের ধোঁয়া ছড়ায়
তোদের দেখার তেষ্টা বাড়ায়
মেঘ বাজছে আকাশ গায়ে,
আমার মন কাঁপছে সাথে,
টুং করে তুই অমনি সময়,
ভার্চুয়াল কথন করলি বুনন,
কিভাবে বুঝিস আমার মনন?
তাতেই আমার মন হেসেছে,
তোদের দেখতে নয়ন ভেসেছে।