অট্টালিকার আড়ালে ঢেকে
স্মৃতিগুলো কি ছাপিয়ে গেছে?
লাল দেয়ালের বাড়িটা নেই
নেই ঝিলিমিলি ঝিল
শুকিয়ে গেলো কি সব স্মৃতির বিল?
রঙিন মুখের সকল সুখ
খুশিতে ভরা ছোট বুক
হারিয়ে গেল, শূন্য খুব।
কোথাও নেই সবুজ মাঠ
দখলকৃত মাঠ ও ঘাট
বাধ্য শিশুরা রাস্তায় আজ
জমায় তাদের খেলার হাট,
সবুজ গাছের বেষ্টনী
হারিয়ে গেল বোষ্টমী,
ভূতপ্রেত নেই শেওড়া গাছে
মধু ডাকে কেউ ডাকেনা পিছে,
শুধু মনের অতল গহীনে
ছায়াছবি বানিয়ে রেখেছি যতনে,
শুধু শ্রবণে বাজে সুরে,
শুধু মনের কোষাগারে
জমিয়ে রেখে হয়েছি বিত্তশালী
নেই হারাবার ভয়, ওরা প্রতাপশালী।