স্মৃতির পাতা উড়লো হাওয়ায়,
মনের নাটাই লাগাম হারায়
সেই যে কবে জোড় বেঁধেছি
জানে প্রভাত হাওয়া, সুরের পাখি,
সুর সেধেছি , বেঁধেছি রাখি,
কখনো জোছনা, কখনো খরতাপ
কখনো আঁধারে পথ হারিয়ে
করেছি পরিতাপ, হয়েছে মনোতাপ,
ভুগেছি, তবু ও আছি একসুতোতে
এইকি কম? আছি ভালোবাসাতে,
সকল অনুভব, সকল আশাতে
শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তে
নীল আকাশ আর গহীন বনে
অতলান্ত ঐ সাগর জলে
খুঁজলে পাবে আমার মননে
কি খেলা করে শীতের বিকেলে,
সন্ধ্যাকালে ঘনায়মান আঁধারে,
বর্ষাকালে জলের পরশে,
শরতকালের শিউলি গলে
গ্রীষ্মকালের জারুল দরশে।