ধূলির চাদর মেখে নামলো সন্ধ্যা
ধাতব জঞ্জালে খুঁজে ফেরে শয্যা
মানুষ নয়, হাড্ডিসার অস্থি মজ্জা।
সন্ধ্যা নামে স্বপ্ন নিয়ে নয়
দগদগে ক্ষত সব বিষময়
মানুষ যেথা মানে পরাজয়।
আস্তাকুঁড়ের পঙ্কিল ভোজন
জৈবিক কাজে পশুর মতন
জীবন তবুও খুব প্রয়োজন।
আঁধারের পথে কতশত রূপ
রাত পোহালেও আঁধার খুব
জীবন রবি হামেশাই দেয় ডুব।
দিনের রবি আর রাতের শশী
ওদের জন্যে ছড়ায় না হাসি
সদাই ওরা অমাবস্যা নিবাসী।
মনেতে লেগেছে ঘুন, গলায় ফাঁস
জীবনের গলিতে নেই কোন আশ
পঙ্কিলতায় কি থাকবে আজন্ম বাস?