প্রিয় গানের সুর
মেলায় যতদূর
আজ বিকেলে
আমায় পাবে
মেঘের ততদূর,
আজ বলাকা মেঘের দেশে
যেমন করে ভাসে
আজকে হাওয়া হিমের ছোয়াঁয়
তেমনি জড়ায় কেশে
আজ তেলাওয়াত শুদ্ধ বাণী
আমার মনে ছড়ায়
আজকে রবির মিষ্টি আলোয়
তোমার জাদু বাড়ায়।


জগত জুড়ে ছড়িয়ে পড়া
যুদ্ধ যদি থামতো
আজকে সকল আবেশগুলি
অটুট হয়ে থাকতো,
আজ তখনই আমার মুখে
আমার চোখে,
আমার সকল হৃদকম্পে
আশার শেকড় সঙ্কল্পে
ছড়িয়ে জীবন গড়তো
যুদ্ধ করে রুদ্ধ হওয়া
চিরতরে হটতো।