বিরহি এই মনের গহীনে
জমেছে শিশির অভিমানে,
শরত প্রভাতে ঝরাবো তাকে
শিউলি বিছানো পথের বাঁকে।
অভিমানের এই শিশির কণা
জমে জমে হয় শরত বরুণা
অব্যক্ত তার সকল কথা
আড়ালে রাখা যত তার ব্যাথা
মন বুঝে তাকে দিয়ে যেও দাওয়া।
চিনে নিয়ো তাকে বেতার তরঙ্গে
যেমনে চিনে মেঘ চাতক বিহঙ্গে।
তাকে যদি তুমি না পারো চিনতে
দুঃখ তোমাকে হবে কিনতে।
তপ্ত রবির কিরণ সরায়ে
শিশির বিন্দুর মালায় জড়ায়ে
অঞ্জলি মোর ভরো কমলে
অভিমান মোর দাও গলিয়ে।