এক পৃথিবী হারিয়ে গেলো
চাঁদ তুমি তার খবর বলো
জোস্না আলোয় ছবি তুলো
বাবা ছাড়া মোর হৃদয় কালো।
বাদল ধারা সায় দিয়েছে
মেঘের মালা কালো সেজেছে
চোখ মুছিয়ে হাওয়া বলছে
জড়িয়ে নেবো শীতল পরশে।
এক পৃথিবী কষ্ট আমার
তাই গড়েছি ক্ষেত খামার
ফুলগুলো সব স্মৃতি বাবার
সমতা করে দুঃখের পাহাড়।
হিজল, গোলাপ, সূর্যমুখী
কত ফুলে বাবা সাজিয়ে মুঠি
আমার ভুবন সাজাতো বুঝি
একদিন যাতে ফুলেই খুঁজি
বাবার যত জমানো পুঁজি।
বাবার চিঠি, বাবার দিঠি
বাবার কন্ঠ, বাবার স্মৃতি
বাবা হারানোর সেই নিয়তি
জাগে প্রাণে রাত নিশুতি।
চোখের পানি আর ঝরেনা
চিকচিক করে চোখের কোনা,
কথাগুলো সব দুঃখে বোনা,
জননী বলে কেউ ডেকো না।
সফর মাসে বাবার সফর
স্মৃতিটুকু আজো বড় দুর্মর
দোয়ায় জানি বাবা নির্ভর
সবার দোয়া চাই প্রাণভর।