ক্লিষ্ট প্রাণে মেঘ জড়াও
ভাসিয়ে নাও দূরের গাঁও
ভিড়িয়ে দিয়ে মেঘের নাও
জমাট কষ্ট জুড়িয়ে দাও।
বোবা প্রাণে সুরের পাখি
হবে এসো আমার সখি
সুর লাগিয়ে বলতে শিখি
যা কিছু মোর খাতায় লিখি।
ঝড়ো হাওয়া কোথায় তুমি?
আসবে আমার মনের ভূমি?
জাগিয়ে দাও মনের সুমি
আলতো করে দিয়ে চুমি।
তারকারাজি ডাকছি আজি
ধরবে এসো আজকে বাজি
আলোয় ভরে মনের যামী
করবে আমায় ভীষণ দামি।
কানন কলি আর অলি
সাজিয়ে দাও মনের গলি
উঠুক রূপের আলো জ্বলি
অনুনয় করে যাচ্ছি বলি‌।
শশীর আলো দাও শিখিয়ে
উজল আলো দাও মিশিয়ে
হাসবো ভুলে যা বিষিয়ে
দিচ্ছে আমার মন মাঝিরে।
স্থবির জীবন কেবল খুঁজে
হারিয়ে যাওয়া গতির  মাঝে
জীবন যখন উঠতো সেজে
ফিরবো কবে সেই সমাজে?
দয়াময় মোর রহিম রহমান
সকল চাওয়াই করো অনুমান
আর কেউ নয় তুমি ধনবান
জীবন আমার করো বহমান।