ভাগ্য তোমার খুব সুপ্রসন্ন
যদিও তোমার নেই অরণ্য
তবুও লতা তুমি বরেণ্য।
বালুকাতটে তোমার বিস্তার
ঊর্মি লহর বাজায় সেতার
তুমি যেন তার ছন্দ কবিতার
তুমি যেন তার সুর সাধিবার।
উজ্জ্বল রং রৌদ্র ছায়ায়
গহীন গোপনে অজানা মায়ায়
আকুল করে সাগর অলকায়
তোমাতে সাজিয়ে চিলের ডানায়
অবকাশ রচিব মেঘের সীমানায়
দুলিবো সেথায় তোমার ঝুলনায়।
আবার ফিরিবো প্রভাত কালে
লতানো তোমার সবুজ ভূমে
রবির কিরণ রাঙাবে পূবে
সাগর লহরে ঘুম ভাঙাবে
তোমারে দিব আলতো ছুঁয়ে।