শহুরে কোলাহলে কত আহ্বান কত নিমন্ত্রণ হারিয়ে যায়। তবে ঐ নীল জলধির আহ্বান ঠিকানা খুঁজে পেয়েছে, আয়োজন সম্পন্ন, গাঙচিলের মত ভেসে ভেসে ছুটে গেলাম ঐ অসীম পানে। সীমাহীন রাজ্যে আচমকা খুঁজে পেলাম সাগর কুঠুরি। কল্পনা কখনো খুঁজে পায়নি তার নাগাল। সমূদ্রের গর্জন শোনা যায় সবুজ বনে ছাওয়া উঁচু পাহাড়ের এক পাতায় ছাওয়া কুঠুরিতে। এক অশ্রুত কিন্নর হাসি ভেসে আসে। কনক বসনে এলোচুল উড়িয়ে পান করছে শেষ বিকেলের রবির কিরণ, ঠিক যেন শ্রান্তিনাশক পানিয়। চকিত চোখে খেলা করে বিজলী, খেলা করে কুহেলি, আরও খেলা করে মেঘ রোদ্দুরের কণিকা। সাথীকে তার হাতছানি দিয়ে ডাকে বিলীন করে দিতে এক অভূতপূর্ব সাগর কুঠুরিতে