খুঁজি, দিনমান শুধু খুঁজি
কখনো বন্ধুর ছোট্ট ইমোজি
কখনোবা তার স্মৃতিতে জমানো পুঁজি,
দিনমান শত কাজের পাহাড়,
তবু খুঁজি বন্ধুর সাজের বাহার,
কখন, কোথায়, কিভাবে কাটায় জীবন পাথার।
খুঁজি অবসর, খুঁজি কিছু প্রহর
আবোলতাবোল কথার মজা হয়ে নিশাচর,
খুঁজি জমানো সব আসর।
পাওয়ার বাজি নেই,
তবু ষোল আনা খাঁটি,
মাটির গানে, তোদের টানে
দুঃখে নামে ভাটি,
পাওয়ার বাজি নেই
তবু চাই সকল ক্ষণ,
খোলা মাঠে, শহরে, নগরে
ঘুরতে চাই বনবন।
সুখ থাকুক বা থাকুক মন দুঃখে মোড়ানো,
মনের ঘাটে নাও ভেড়ানো,
ইচ্ছে মত ভাসি সাথে,
কল্পনাগুলো হৃদয় জুড়ানো।