বৃষ্টি পরেনি ঝমঝমিয়ে
হাওয়ায় পাতা রুমঝুমিয়ে
তোলেনি সুর সেই প্রহরে
রবির সাজ আজ সাঁঝে
ছিলনা আমার দৃশ্যপটে।
তবু ফোয়ারার মত উৎক্ষেপিত
স্ফুলিঙ্গের মত উত্তেজিত
রংধনুর মতো রঙে রঞ্জিত
তোমার দর্শনে পরাণ চমকিত।
নিঝুম এখন রাতের প্রহর
ক্লান্ত দেহের কাটছে অবসর
তোমার  রূপের আড়ম্বর
শ্রান্ত মনকে করছে রুপান্তর।