দিগন্তের ক্যানভাসে সোনালী স্বপ্ন দিয়ে
রবির বিদায়
গাঙচিল মন খুঁজে ফেরে তাকে সকল সবুজ গাঁয়,
খেটে খাওয়া জন খুঁজে ফেরে তারে শীতের মুক্তি মেনে,
পথহারা পথিক ব্যাকুল কাঁদে আশয় নিতে চিনে।
মাঝবয়সী মধ্যবিত্ত দেখে না দিগন্তের সাজা
তার ভাবনায় কেবল থাকে হিসাবের বড় বোঝা।
জ্ঞানী গুণীজন হিসেব কষে জ্ঞানের অন্বেষণে
জ্যোতির্বিদ্যা চর্চা চালায় রবি জ্যোতিষ্ক নিয়ে।
কবি, গীতিকার গাঁথে লিপিকা
রুপ রহস্য দেখে
এই ধরণীতে নানা আয়োজনে তারে রেখে দেয় বেঁধে।
পটুয়া শেখে রঙের খেলা রবির শেষ বেলায়
বিস্ময়ে জাগে রঙিন পটুয়া পড়ন্ত রবির মেলায়।
কত উপমায় কত রূপকে ধরা দেয় রবি পাটে
কত রূপকথা কত জ্ঞান তৃষা এক রবিতে মেটে।
অস্তমিত রবির আলো আসে ফের এক নতুন প্রাতে
শত আয়োজন সব চলতে থাকুক, গহীনে আবেগ রেখে।