ঘুমের বাঁশি ঘুমের মাসি
বলছি শোন দিয়ে কাশি
আতিথেয়তা করবো কত
কাজ রয়েছে শত শত
হিমের শীতে মধুর গীতে
অন্য কোথাও খুঁজে মিতে
আমায় রেহাই দাও
বেয়াই বাড়ি যাও।
সময় জ্ঞানের শিক্ষা তোমার
নেই কেনো তা বলো এবার
সকাল, দুপুর, সন্ধ্যা কালে
হামলে পড়ো সদলবলে
যাচ্ছে তাই ব্যাপার
আনবো নাকি ড্যাগার?
চা কফি তো অনেক দিলাম
ঘুরে তুমি আসো পানাম
তোমার দুয়ার রাখবো খুলে
রাতের প্রহর গহীন হলে
এখন তবে যাও
দূরে গিয়ে গাও।
এইতো তোমায় দেখা দিয়ে
নিলাম বিদায় আজ সকালে
আবার কেন এলে?
কত তোমার প্রেম যে মনে
প্রতি প্রহরে আমায় ভেবে
সদাই কাছে থাকো
সবাই বলে জাগো।
তোমার আমার অসীম সময়
একটু সসীম করো
হাত করছি জড়ো।