কিছুটা সময় ডাকতে না হয় আমাকে,
কুড়িয়ে নিতাম সুখ কিছুটা এই বুকে,
আলতো করে একটু যদি দাও ছুঁয়ে
একটু যদি বসতে আমার মন ভুঁয়ে,
তোমার তরে ফোটানো সব ফুলগুলো
দুলে দুলে ছড়াতো তার সুখগুলো।
কফিশপের এক পেয়ালা নিয়ে হাতে
বলবো তোমায় স্বপ্নগুলো আজ রাতে,
শুনবে তুমি সকল কিছু, দাও কথা
রাখবো আমি তোমার কোলে এই মাথা,
মন দিয়ে শুনবে তুমি মোর ব্যাথা?
পড়বে তুমি আমার লেখার খেরোখাতা?
এই সময়ে পাবে তুমি শাখায় ভরা জারুল
রাঙিয়ে দিয়ে আমায় তুমি বাঁধিয়ো হুলুস্থুল,
খুলবো চলো দুজন মিলে ফুলেল কোনো স্কুল,
গয়না, শাড়ি সব কিছুতেই পাবে জারুল ফুল,
কিছুটা সময় সেই সাজেতে সাজিয়ে আমায় দিও
ফুলের বাদল ঝরিয়ে আমায় আপন করে নিও,
ঝরা ফুলের উঠোন মাঝে গানের আসর দিও,
চাঁদের আলোয় কড়া রোদের ক্লান্তি মুছে নিও।
কিছুটা সময় লোকলজ্জার দেয়াল ভেঙে দিয়ে,
ছুটিয়ে দিও স্বপন তরী সেজে গাঁয়ের নেয়ে,
আকাশ বাতাস মাতিয়ে রেখো ভাটিয়ালি গেয়ে,
কিছুটা নয় পুরোটা সময় কাটুক তোমায় পেয়ে।