তব গানে, তব প্রাণে
তব রূপে, সমীরণে
দাও নব জীবন
দাও নব যৌবন।
কুহেলিকা সরাও
কাঁপন থামাও,
রুক্ষতা, শীর্ণতা, জড়তা
বিলুপ্ত হোক অসাড়তা
ফুল, ভ্রমর আর প্রেমালাপে
উজ্জীবিত হব বসন্ত বেলাতে
সোনা রোদ্দুর হয়ো রাজপুত্তুর
উড়ু উড়ু মন পার কোরো সমুদ্দুর।
আসুক রং, প্রজাপতি
দুজনে হারাবো মতি
আসুক নব যত ঢেউ
রবো না পিছনে কেউ।
ঝরা পাতা ঝেড়ে ফেলে
সবুজে সাজুক তৃণদলে
গুনগুন গুঞ্জনে মাতবো
বাসন্তী রঙে আজ সাজবো।