বাতাস ছড়িয়ে দিল আবহ
চোখের সাজে লাগে মোহ
নেশা কাটানো বেশ দুরহ।
শিমুল ফোটেনি এ শহরে
তবু ফাল্গুন ছোঁয়া প্রহরে
নতুন প্রেম জাগে অন্তরে।
ফাগুন এসেছে জীবনে অনেক
তবুও এতটুকু কমেনি আবেগ
এ ফাগুনও নয়তো ব্যাতিরেক।
দূষণের এ নগরে বনানী নেই
তবু চমকিত কুহু কুহু ডাকেই
বলে যায় বিবর্ণ শীত আর নেই,
এসেছে ফাগুন, বনেতে না লাগুক আগুন,
না থাকুক পলাশ, থাকুক মনেতে যতই ঘুন
ফাগুন বরণে মোরা আজ করি গুনগুন।