বুঝি না ফাগুন, সেকি গো রঙের আগুন?
সেকি তবে কুহু কূজনে ভাঙে ঘুম
আমের মুকুলের অথবা পলাশ, শিমুলের।
তবে কি ফুরালো অপেক্ষা
ভালোবাসি গান গাওয়ার?
সবুজ ঘাসে আর নয় জীর্ণ পাতার মেলা,
আলপনা আঁকবে রঙিন ফুলের
পাপড়ি ঝরে সেই বুকে,
সবুজ মাঠের শুকনো পাতার দুঃখ ভার মুছে।
সেকি তবে চপলা কিশোরী মেয়ের ফাগুন বোধের উপহার?
জোড়া বিনুনির খোঁপায় রূপান্তর?