কি জানি কি বলে, কি জানি কি মনে হয়
বিস্ময়ের ঘোরে থমকে যায় সময়।
সোনা রঙা ঘাস, পাহাড় ঘেরা আশপাশ
অসীম বিস্তৃত আকাশ, মেঘ, রবির খেলা জমেছে ওপাশ।
কোথায় দেখেছি এমন রূপ?
কোথায় শুনেছি সুর তার থেকে নিশ্চুপ?
বন্ধু তোমার চোখের তারায় আলো আসে যখন সূর্য থাকে পূব,
এতো সেইক্ষণের ছবি ও সুর, বলে যায় কানে ফুল বাগানের মধুপ।
আমি তারে বলি আকুল হয়ে
আনচান আমি এই অনুভবে
কখনো পালায়, কখনো জড়ায়
কখনো ডাকে, কখনো যায় ভুলে,
ধরা দাও আমার ভাষার জালে
থাকো সর্বদা হৃদয় সমীপে।